You have reached your daily news limit

Please log in to continue


মাঠে আছি, শেষ পর্যন্ত দেখবো কত নির্যাতন করে: হিরো আলম

কেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা ১৭ আসনের প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ‘আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, ভোটাররা কীভাবে আসবে?’

সোমবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে প্রথমে বনানী মডেল স্কুল কেন্দ্র পরিদর্শন করেন হিরো আলম।

এসময় অভিযোগ করলেও নির্বাচন বয়কট করবেন না বলে জানান হিরো আলম। তিনি বলেন, ‘আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো। দেখতে চাই তারা আমার ওপর কত নির্যাতন করে।’

আশরাফুল হোসেন আলম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কি না জানি না। আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেওয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে। তা না হলে কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হবে?’

তিনি অভিযোগ করেন, ‘আমার নারী এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন