কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশি বিজ্ঞানীর নেতৃত্বে প্রোটিনভিত্তিক ওষুধ তৈরির নতুন পদ্ধতি উদ্ভাবন

মানবদেহে থাকা প্রোটিনের পেপটাইডভিত্তিক ওষুধ তৈরির নতুন এক রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন করেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ফ্লোরে নিউরোসায়েন্স অ্যান্ড মেন্টাল হেলথ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। প্রোটিনের গঠনের সঙ্গে আকৃতিতে মিলে যায়, গবেষণাগারে এমন কৃত্রিম পেপটাইড তৈরির নতুন রাসায়নিক পদ্ধতি তাঁরা উদ্ভাবন করেছেন। এই পদ্ধতির নাম ‘নন-কোভ্যালেন্ট পেপটাইড স্ট্যাপলিং’। এই পদ্ধতিতে স্বল্প সময়ে ও স্বল্প খরচে কৃত্রিম পেপটাইড তৈরি করা যাবে, যা প্রোটিনের মতো কার্যকর। এই পেপটাইড স্নায়ুরোগসহ মস্তিষ্কের বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে কাজে লাগানো যাবে। এই গবেষণা দলের নেতৃত্বে আছেন বাংলাদেশি বিজ্ঞানী ড. মোহাম্মদ আখতার হোছাইন। তিনি ফ্লোরে ল্যাবের দি ইনসুলিন পেপটাইডস গ্রুপের প্রধান এবং এই গবেষণা দলের নেতা।

গবেষণার ফলাফলসহ আখতার হোছাইন ও তাঁর দলের গবেষণাপত্রটি ১৩ জুলাই বিশ্বখ্যাত বৈজ্ঞানিক সাময়িকী ‘জার্নাল অব দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটি’ প্রকাশ করেছে। এই প্রকাশনার মাধ্যমেই ফ্লোরে ল্যাবের বিজ্ঞানীরা তাঁদের গবেষণার জানান দিলেন। ফ্লোর ল্যাব থেকে আজ ১৭ জুলাই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই গবেষণার কথা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে। গতকাল রোববার মুঠোফোনে অধ্যাপক ড. মোহাম্মদ আখতার হোছাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভিন্ন দেশের ১৬ জন গবেষক এই গবেষণায় কাজ করেছি। সাড়ে পাঁচ বছর পর কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি।’  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন