সঞ্চয়পত্রে ঋণ কমায় ব্যাংকে ভর সরকারের

সমকাল প্রকাশিত: ১৭ জুলাই ২০২৩, ০৬:০১

বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে চাহিদা অনুযায়ী ঋণ পাচ্ছে না সরকার। যে পরিমাণ বিনিয়োগ হচ্ছে, তার চেয়ে আগে কেনা সঞ্চয়পত্র ভাঙানো হচ্ছে বেশি। এ কারণে ব্যাংকের ওপরই সরকারকে ভর করতে হচ্ছে। চূড়ান্ত হিসাবে সর্বশেষ গত অর্থবছরে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা, যা একক অর্থবছরের রেকর্ড। এ ছাড়া সরকারের ঋণের বেশির ভাগই নেওয়া হয়েছে সরাসরি কেন্দ্রীয় ব্যাংক থেকে, যা মূল্যস্ফীতি উস্কে দেয় বলে অর্থনীতিবিদরা মনে করেন। এর আগের অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ৭২ হাজার ৭৫০ কোটি টাকা ঋণ নিয়েছিল।


অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ঋণ দেওয়া মানে নতুন টাকা ছাপানোর মতো। এ প্রবণতা সব সময়ই মূল্যস্ফীতি উস্কে দেয়। যে কারণে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারকে ঋণ কম নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। চলতি বছর বাংলাদেশ ব্যাংকের এক প্রকাশনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ কমিয়ে সঞ্চয়পত্রে বাড়ানোর পরামর্শ ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও