বর্ষায় ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা পেতে
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ত্বকে ‘ফাঙ্গাস’ বা ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করা যায়।
হেল্থশটস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে মুম্বাইয়ের `ককিলাবেন ধিরুভাই আম্বানি হসপিটাল’য়ের ত্বকবিশেষজ্ঞ, ট্রাইকোলোজিস্ট, সার্জন এবং সৌন্দর্য বিশেষজ্ঞ ডা. ত্রুপ্তি ডি. আগারওয়াল এই সম্পর্কে বলেন, “বর্ষাকালে ‘দাদ’ থেকে শুরু করে নখের সমস্যা পর্যন্ত নানান রকম ফাঙ্গাসের সংক্রমণ এই সময়ে বেশি দেখা যায়।”
আর্দ্রতা ও স্যাঁতস্যাঁতেভাবের জন্য সহজেই ফাঙ্গাস সৃষ্টি হয় আর ছড়িয়ে পড়তে পারে। উষ্ণ ও আর্দ্র পরিবেশে ফাঙ্গাস বৃদ্ধি পায়।
স্যাঁতস্যাঁতে জামাকাপড়, জুতা ও ভেজা পরিবেশের কারণে সহজেই সংক্রমণ বৃদ্ধি পায়।
ঘরে অপর্যাপ্ত আলো-বাতাসের অভাবে এবং বর্ষায় নিজেকে সম্পূর্ণ শুষ্ক রাখার অক্ষমতা ছত্রাকজনিত রোগের ঝুঁকি বাড়ায়। এক্ষেত্রে ঊরু, কুচকি, মুখ, মাথার ত্বক ও নিতম্ব এলাকা বেশি ঝুঁকিতে থাকে।
সাধারণত ‘টিনিয়া’ নামক ফাঙ্গাসের সংক্রমণ ‘অ্যাথলেট’স ফুট’, দাদ ও ইস্টের সংক্রমণ সৃষ্টি করে এবং যে কোনো বয়সের মানুষকে আক্রান্ত করে।
শিশুদের মাথার ত্বকে, পুরুষদের ঊরুর ভেতরের অংশে বা কুচকিতে এবং নারীদের দেহের ভাঁজযুক্ত অংশে এমন সংক্রমণ দেখা দেয়।