You have reached your daily news limit

Please log in to continue


আবারও বাড়ল কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধাজ্ঞার মেয়াদ

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছধরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হলো। এবার এক মাস বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

রোববার (১৬ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটির বিপণন ব্যবস্থাপক নৌ কমান্ডার আশরাফুল ইসলাম ভুঁইয়া।

কমান্ডার আশরাফুল ইসলাম ভুঁইয়া বলেন, কাপ্তাই  হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ার কারণে এবং মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি বাড়াতে এ সিন্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম অনুযাযী ১৯ জুলাই খুলে দেওয়ার নিয়ম থাকলেও হ্রদে পানি না বাড়ায় এক মাস বাড়িয়ে ১৯ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। মাছ আহরণ বন্ধ নিয়ে ওইদিন বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে একটি বৈঠক হয়েছে বলে কমান্ডার যোগ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন