You have reached your daily news limit

Please log in to continue


নাটকে অন্য শিল্পী পায় ৯০ হাজার, আমাকে দেয় ১৫ হাজার: আসাদ

রাইসুল ইসলাম আসাদ। বরেণ্য এ অভিনেতার ৭০তম জন্মদিন ছিল গতকাল। জন্মদিন, অভিনয় ভুবন ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন।

সমকালের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। কেমন কাটল বিশেষ বিশেষ এই দিনটি ?

রাইসুল ইসলাম আসাদ: বরাবরই এই দিনে নিজের মতো করে থাকি। এবারও তা-ই। বাসাতেই আছি। জন্মদিন নিয়ে আমার মধ্যে তেমন উচ্ছ্বাস নেই। এ নিয়ে কিছু বললেও ভালো লাগে না। এমন কিছু করে ফেলেনি, যার কারণে আমার জন্মদিন নিয়ে চারদিকে হইচই হবে। জন্মগ্রহণ করে পৃথিবীতে আসার পেছনে আমার কোনো হাত নেই। যাদের জন্য আমার পৃথবীতে আসা, তারা হলেন আমার বাবা-মা। তারা দু’জনই এখন পৃথিবীতে নেই। তাদেরকে ছাড়া জন্মদিন ভাবতে পারি না। সবার কাছে দোয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। 

এই বয়সে এসে আপনার না-হয় জন্মদিন উদযাপনে আগ্রহ নেই। ছোটবেলা এই বিশেষ দিনটি কীভাবে কাটাতেন?

রাইসুল ইসলাম আসাদ: কোনো সময়ই আমার জন্মদিন নিয়ে কোনো বাড়তি আগ্রহ ছিল না। মাতামাতিও করিনি। আমি জন্মেছি কেন? কী কারণে পৃথিবীতে আসা– এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে ৭০ বছর পার হয়ে গেছে [হাসি]। এখনও উত্তর খুঁজে পাইনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন