You have reached your daily news limit

Please log in to continue


বাখমুতের কাছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ইউক্রেন: শীর্ষ কর্মকর্তা

পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ইউক্রেন। এ দাবি দেশটির ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী গান্না মালিয়ার।

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ২০২২ সালের মে মাসে রক্তক্ষয়ী যুদ্ধের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি দখল করেছিল রুশ সেনারা।

রোববার (১৬ জুলাই) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গান্না মালিয়ার বলেন, আমরা ধীরে ধীরে বাখমুত এলাকায় এগিয়ে যাচ্ছি। শত্রু আক্রমণ করছে, তবে আমরা শহরের আশপাশে দক্ষিণের ফ্ল্যাঙ্কে প্রতিদিন অগ্রসর হচ্ছি। উত্তরেও আমরা আমাদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছি।

ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলীয় শহর কুপিয়ানস্কের কাছে রুশদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল বলেও তিনি উল্লেখ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন