রান্না করে ফেলুন টমেটো-তেঁতুলের টক ডাল
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১৯:৫৯
সরিষার তেলে মজাদার টক ডাল রান্না করে ফেলতে পারেন। তেঁতুল ও টমেটো দিয়ে রান্না করা এই টক ডাল গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি।
যা যা লাগবে
- ৬ টেবিল চামচ মুগ ডাল
- ৩টি মাঝারি আকারের টমেটো
- ৩-৪টি তেঁতুল
- ১টি শুকনা মরিচ
- ৩টি কাঁচা মরিচ
- ১ চা চামচ সরিষা
- ১/৪ চা চামচ হলুদের গুঁড়া
- স্বাদ মতো লবণ
- ২ টেবিল চামচ সরিষার তেল
- প্রয়োজন মতো পানি
- আধা চা চামচ চিনি
প্রস্তুত প্রণালি
প্রয়োজন মতো পানিসহ প্রেসার কুকারে দিন মুগ ডাল। টমেটো টুকরো করে কেটে দিয়ে দেবেন। ডাল সেদ্ধ হলে নামিয়ে চুলায় প্যান বসান। মাঝারি আঁচে তেল গরম করে সরিষা ও শুকনা মরিচ দিয়ে দিন। ফুটে উঠতে শুরু করলে সেদ্ধ ডাল দিয়ে দিন। হলুদের গুঁড়া, লবণ, কাঁচা মরিচ ও তেঁতুল দিয়ে উচ্চতাপে ৪/৫ মিনিট সেদ্ধ করুন। এরপর জ্বাল কমিয়ে দিয়ে আরও ৫ মিনিট রাখুন। নামানোর আগে চিনি মিশিয়ে নিন।
- ট্যাগ:
- লাইফ
- টমেটো
- তেঁতুল
- ডাল রেসিপি