কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টাইব্রেকারে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ট্রফি নেপালের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১৯:৫৪

গত সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দশ মাস পর সেই নেপালের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাঠে ট্রফি হারিয়েছে। দুই ম্যাচের প্রীতি সিরিজে দুই ম্যাচই ড্র হয়েছে। দুই দলের সম্মতিতে ট্রফি নিষ্পত্তির জন্য টাইব্রেকার সিরিজ জয়-পরাজয় নির্ধারণ হয়েছে। 


টাইব্রেকারে পাঁচ শটের মধ্যে নেপাল চারটি গোল করেছে। বাংলাদেশ করেছে মাত্র দু'টি। ফলে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ট্রফির দখল নিলো নেপাল। সফরকারী দলটির ট্রফি জয়ের নায়ক গোলরক্ষক রানা মাগার। তিনি নির্ধারিত সময়ের ইনজুরি সময়ে মাঠে নেমেছিলেন।


টাইব্রেকারে নেপাল প্রথম শট নেয়। সাবিত্রা ভান্ডারী প্রথম শটেই গোল করেন। বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা ঝাপিয়ে ধরতে পারেননি। বাংলাদেশের শামসুন্নাহারের শটও গোল হয়। গোলরক্ষক রানা মাগার বলের দিকে ঝাঁপিয়েও ধরতে পারেননি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও