মাতব্বরির দরকার নেই, আমাদের কাজ করতে দিন: পরিকল্পনামন্ত্রী
বাংলাদেশ পরিচালনায় অন্য কোনো দেশের ‘মাতব্বরির’ দরকার নেই বলে সাফ জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
রোববার ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ পালনে আয়োজিত এক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “সৃষ্টিকর্তা আমাদেরকে যতটুকু দিয়েছেন ততটুকুতেই আমরা নির্বিঘ্নে কাজ করতে চাই। মাতব্বরির আমাদের কোনো প্রয়োজন নাই।
“মাতব্বর অনেক আছে পৃথিবীতে, ঘুরে বেড়ায়, মানুষকে নসিহত দেয়। কারণ, তাদের ঘরে পাহাড় সমান অর্থ আছে। সেই অর্থের উৎস কোথায় এটাও আমরা কিছু সামান্য বুঝি।”
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-এনএসডিএ আয়োজিত সেমিনারটি হয় রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্মেলন কক্ষে।
এনএসডিএ নির্বাহী চেয়ারম্যান নাসির আফরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।