আর্থিক ব্যবস্থাপনার দায়
বাজেটের তৃতীয় ভাগে থাকে অর্থায়নের (Financing) হিসাব। বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি হলে বাজেটকে বলা হয় ‘ঘাটতি বাজেট (Deficit Budget)’। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সব বাজেটই ছিল ‘ঘাটতি বাজেট’। এবারেরটিও তাই। ‘ঘাটতি বাজেট’ নীতিবাচক শোনালেও এটা নীতিবাচক কোনো বিষয় নয়। আইএমএফের তথ্যমতে কাতার, লুক্সেমবার্গ, উজবেকিস্তান ইত্যাদি পেট্রো-ডলারে সমৃদ্ধ হাতেগোনা কয়েকটি দেশ বাদে পৃথিবীর প্রায় সব দেশের বাজেটই ‘ঘাটতি বাজেট’।
মহান জাতীয় সংসদে এবারের বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে ‘উন্নয়ন অভিযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’। অনুমোদিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে কেমন করে অর্জিত হবে বাংলাদেশে গৃহীত উন্নয়ন পরিকল্পনা দলিলসমূহ, কেমন করে রক্ষা হবে নির্বাচনি ইশতেহারের অবশিষ্ট অঙ্গীকার—এসব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।
- ট্যাগ:
- মতামত
- বাজেট
- আর্থিক ব্যবস্থাপনা
- দায়বদ্ধতা