ইউক্রেন ক্লাস্টার বোমা ব্যবহার করলে রাশিয়াও একই পথে হাঁটবে: পুতিন

বাংলা ট্রিবিউন ইউক্রেন প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১৫:৪৯

ইউক্রেন যদি বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহার করে তবে রাশিয়াও একই পথে হাঁটবে। এই হুমকি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার ‘পর্যাপ্ত মজুত’ রয়েছে, প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে।


দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারটি রবিবার প্রচার করা হয়েছে। প্রশ্নের উত্তরে পুতিন বলেছেন, ‘অবশ্যই, তারা যদি আমাদের বিরুদ্ধে (ক্লাস্টার বোমা) ব্যবহার করে আমরাও পাল্টা পদক্ষেপ হিসেবে এগুলো ব্যবহারের অধিকার রাখি।’


ইউক্রেনে পাঠানো গোলাবারুদের মজুত ফুরিয়ে আসছে উল্লেখ করে সম্প্রতি দেশটিকে সহায়তায় ক্লাস্টার বোমা পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই অংশ হিসেবে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে এই বোমার চালান হাতেও পেয়েছে জেলেনস্কির বাহিনী। বিতর্কিত বোমা পাঠানোয় ব্যাপক ক্ষুব্ধ ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের মিত্ররাও বাইডেনের এমন পদক্ষেপে খুশি হতে পারেনি। এই বোমা সরবরাহের বিপক্ষে তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও