যুক্তরাষ্ট্র থেকে জাপান পুড়ছে গরমে, ‘সতর্কতা’ জারি

প্রথম আলো জাপান প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১২:৩২

গরমে পুড়ছে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ হয়ে জাপান। এতে লাখ লাখ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ২০ ডিগ্রি ফারেনহাইট বেশি গরম ছিল।


ইউরোপ ও জাপানে রেকর্ড তাপমাত্রার আভাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান এ পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের জেরে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সর্বশেষ উদাহরণ।


যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) আভাস দিয়েছে, ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাস পর্যন্ত চলমান দাবদাহের মাত্রা আরও বাড়তে পারে। পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ২০ ডিগ্রি ফারেনহাইট বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি গরম পড়েছে। গতকাল পর্যন্ত অঙ্গরাজ্যটির রাজধানী ফোয়েনিক্সে টানা ১৬ দিন ১০৯ ডিগ্রি ফারেনহাইটের (৪৩ ডিগ্রি সেলসিয়াস) বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সেখানকার তাপমাত্রা ছিল ১১১ ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা আরও বেড়ে ১১৫ ডিগ্রি ফারেনহাইটে ওঠার আভাস দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও