আইএমএফের সঙ্গে ঋণচুক্তি ও কাঠামোগত সংস্কার ইতিবাচক সিদ্ধান্ত

কালের কণ্ঠ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১৩:০৬

কালের কণ্ঠ : নির্বাচনের বছরে এসে যে বাজেটটি জাতীয় সংসদে পাস হলো, সেটা কিভাবে পর্যালোচনা করবেন?


খন্দকার গোলাম মোয়াজ্জেম : বাংলাদেশে সাধারণত নির্বাচনী বছরে যখন সামষ্টিক অর্থনীতিতে একধরনের স্থিতিশীল পরিবেশ থাকে এবং নির্বাচন কাঠামোতে যখন একধরনের প্রতিযোগিতমূলক পরিস্থিতি থাকে, তখন বিশেষ করে ক্ষমতাসীন দল ভোটারদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন রকমের প্রকল্পের ঘোষণা দেয়। সরকারের মন্ত্রী বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি—তাঁরাও নির্বাচনের মাঠে সেসব প্রকল্পের উল্লেখ করেন। তবে দুটি কারণে এবারের নির্বাচনের পরিস্থিতি ভিন্ন। একটি হলো, সামষ্টিক অর্থনীতির যে চ্যালেঞ্জ যাচ্ছে বাংলাদেশে, তাতে এই মুহূর্তে সরকারের বড় রকমের আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার সামর্থ্য সীমিত।


দ্বিতীয়টি হচ্ছে, এটি বর্তমান সরকারের ধারাবাহিকভাবে চতুর্থবারে নির্বাচনে যাওয়া, তাই নতুন করে প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত সময়ে যেসব বড় প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো শেষ করা। অর্থনীতির সুফলগুলো নিশ্চিত করা। এই সরকারের চতুর্থবার হওয়ার কারণে যেকোনো নতুন সরকারের বাজেট দেওয়ার চেয়ে তার প্রেক্ষাপট ও প্রেক্ষিত ভিন্ন। সেদিক থেকে এবারের বাজেটকে ঠিক আসলে নির্বাচনী বাজেট বলা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও