কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ড্রাম স্টিক ঘুরিয়ে ইরফানের ২ গিনেস রেকর্ড

প্রথম আলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১০:৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী ইরফান আনোয়ার। পড়ালেখা করছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে। সম্প্রতি ড্রাম স্টিক ঘুরিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন তিনি। কেন এমন একটা কিছু করার কথা ভাবলেন? ইরফান বলেন, ‘বিভিন্ন সময় গণমাধ্যমে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পরিবারের একজন হিসেবে এটা দেখে আমার খুব মন খারাপ হতো। তাই কিছু একটা করে ইতিবাচক আলোচনায় আসতে চাচ্ছিলাম।’


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে ঢুঁ মারতে থাকেন এই তরুণ। খুঁজতে থাকেন, কোন রেকর্ডটি তাঁর পক্ষে করা সম্ভব। বেশ কয়েকটি চেষ্টা করে ব্যর্থও হন। একপর্যায়ে নজরে আসে ৬০ সেকেন্ড ও ৩০ সেকেন্ডে (হাতের সাহায্যে) ড্রাম স্টিক ঘোরানোর রেকর্ড দুটি। নিজে যদিও ড্রামার নন, তারপরও প্রথম দেখাতেই ইরফানের মনে হয়েছিল, ‘এই কাজটা পারব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে