কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ডিফল্ট ফন্ট বদলে দিল মাইক্রোসফট

অফিস বা ব্যক্তিগত ডকুমেন্ট, হিসাব-নিকাশ, প্রেজেন্টেশন তৈরিসহ বহু কাজের জন্য জনপ্রিয় মাইক্রোসফট অফিস সফটওয়্যার। মাইক্রোসফট করপোরেশন অফিস সফটওয়্যারে ডিফল্ট ফন্ট পরিবর্তন করার ঘোষণা দিয়েছে। সুদীর্ঘ ১৫ বছর পর ফন্টের পরিবর্তন নিয়ে আসার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। নতুন ফন্টের নাম অ্যাপটোস। বর্তমানে ক্যালিব্রি ডিফল্ট ফন্ট হিসেবে সুপরিচিত। মাইক্রোসফটের অফিসিয়াল ঘোষণার মাধ্যমে জানিয়েছে, নতুন এ ফন্ট একই সঙ্গে এমএস ওয়ার্ড, আউটলুক, পাওয়ার পয়েন্ট এবং এমএস এক্সেলে ডিফল্ট হিসেবে থাকবে।


 বাছাই হলো অ্যাপটোস ফন্ট : ২০২১ সালের এপ্রিলে মাইক্রোসফট বিয়ারস্ট্যাড, গ্র্যান্ডভিউ, সিফোর্ড, স্কিনা এবং টেনোরাইট নামে ৫টি ফন্টকে বাছাই করে। নির্বাচিত ফন্টগুলোকে মাইক্রোসফট অফিসের ফন্ট ফিচারে ড্রপডাউন মেন্যু হিসেবে যোগ করে। পরীক্ষামূলকভাবে নির্বাচিত কিছু ব্যবহারকারীর কাছ থেকে মতামত নেওয়া হয়। প্রাথমিকভাবে বিয়ারস্ট্যাড ফন্টকেই পছন্দ করে নির্বাচনকারীরা। পরে ফন্টের নাম বদলে ‘অ্যাপটোস’ রাখা হয়। সুইস টাইপোগ্রাফির অনুরূপ অ্যাপটোস ফন্টেও সান সেরিফ ফিচারের মিল থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন