পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে সমর্থকদের প্রতি অবিচার হবে
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ০৯:০২
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক বৈরী অবস্থার শুরু হয়েছিল এশিয়া কাপ ঘিরে। এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় অংশ নিতে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে শুরু থেকেই ‘না’ বলে এসেছে ভারত। পাকিস্তানও ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে না যাওয়ার পাল্টা হুমকি দিয়ে রেখেছে।
শেষ পর্যন্ত ভারতের প্রস্তাব মেনে নিয়ে ‘হাইব্রিড মডেলে’ হতে চলেছে এশিয়া কাপ। পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্ট আয়োজন করবে শ্রীলঙ্কা। ভারত ছাড়া প্রথম চার ম্যাচ পাকিস্তানে আর ভারতসহ টুর্নামেন্টের বাকি অংশ হওয়ার কথা শ্রীলঙ্কায়।