পলিথিনের দৌরাত্ম্যে মৌলভীবাজারে টেকাই দায়। রাস্তায় পলিথিন, নালা-নর্দমায় পলিথিন, এমনকি ঝোড়ো বাতাসে নাক-মুখও ঢেকে যাচ্ছে পলিথিনে। আর পলিথিনে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে, মাটির উর্বরতা কমে যাচ্ছে, এ আলোচনা তো পুরোনো। তবে নতুন খবর হলো, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান পলিথিনের হাট চালু করেছেন।
প্রথম আলোর প্রতিবেদন বলছে, প্রতি রোববার বেলা সাড়ে তিনটা থেকে মেয়র চত্বরের হাটে লোকজন কুড়িয়ে পাওয়া পলিথিন নিয়ে জড়ো হচ্ছেন। প্রতি কেজি পলিথিনের বিপরীতে পাচ্ছেন ৫০ টাকা। এই পলিথিন আপাতত পৌরসভার ডাম্পিং স্টেশনে জমা রাখা হবে।
পরে পরিত্যক্ত পলিথিন রিসাইক্লিং করে, এমন কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। সেটা সম্ভব না হলে পরিবেশবান্ধব উপায়ে ধ্বংস, নয়তো রিসাইক্লিং করার উদ্যোগ পৌরসভা কর্তৃপক্ষ গ্রহণ করবে।
- ট্যাগ:
- মতামত
- মৌলভীবাজার
- পলিথিন
- হাট
- পরিস্কার রাখার উপায়