তামিমের সিদ্ধান্ত বদলানোর আহ্বান পাপনের

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩, ২২:৩২

ঝড়ের পূর্বাভাস আগের দিনই দিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। তবে সেই ঝড় যে সবকিছু এভাবে দুমড়েমুচড়ে দিয়ে যাবে, ঘুণাক্ষরেও কারও ভাবনায় আসেনি। সাধারণ মানুষের জন্য তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরের চিন্তা অভাবনীয়ই। 


বিসিবির কাছেও যে বিষয়টা মাথার ওপর আকাশ ভেঙে পড়ার মতো।
বিসিবির এক পরিচালক যেমন বলছিলেন, ‘এত বড় একটা সিদ্ধান্ত শোনার জন্য আমরা আসলেই তৈরি ছিলাম না।’


গত রাতে জরুরি সভা শেষে সংবাদমাধ্যমের সামনে তামিমের এমন আকস্মিক সিদ্ধান্তে অবাক হওয়ার কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। তিনি বলেছেন, 'আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে ওর (তামিম) ভবিষ্যৎ নিয়ে কয়েকবার কথা বলেছি। ও বলেছে পরের চ্যাম্পিয়নস ট্রফি অবধি খেলবে। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি, সে-ই অধিনায়ক। বিশ্বকাপ যেহেতু সামনে, অধিনায়কত্বে বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের ক্রিকেটারদের কাছ থেকে অবাক হই। এটা আমাদের জন্য দুঃখজনক।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও