কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিজিবিকে দেখে ফেলে যাওয়া ব্যাগ–বস্তা থেকে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলো টেকনাফ প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩, ২০:১৪

মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে কক্সবাজারের টেকনাফে পাচারকালে পৃথক দুটি ঘটনায় ৩ লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। গতকাল শুক্রবার রাত ১১টা ও আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়াসংলগ্ন আলুগোলার মৎস্য খামার এলাকা থেকে পৃথক দুটি ইয়াবার চালান জব্দ করা হয়।


বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়াসংলগ্ন আলুগোলার মৎস্য খামার এলাকা দিয়ে তিন ব্যক্তি তিনটি কালো পলিথিনের ব্যাগ হাতে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করছিলেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ তিনটি ফেলে ওই তিন ব্যক্তি দৌড়ে নাফ নদীর পাশে কেওড়া বনের ভেতরে পালিয়ে যান। পরে বিজিবি তিনটি ব্যাগ থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি জব্দ করে। এদিকে আজ সকালে অপর তিন ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা কাঁধে নিয়ে বেড়িবাঁধ পার হচ্ছিলেন। বিজিবির টহল দলের উপস্থিতি বুঝতে পেরে বস্তাটি ফেলে পালিয়ে যান তাঁরা। পরে বস্তা তল্লাশি করে ১ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। তবে এ সময়ও কাউকে আটক করা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও