কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জি-২০ সম্মেলনে অংশ নিতে গুজরাট যাচ্ছেন অর্থমন্ত্রী

বণিক বার্তা প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩, ১৯:১৬

শিল্পোন্নত দেশগুলোর জি-২০ জোটের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দুইদিনের সম্মেলনে যোগ দিতে ভারতের গুজরাট যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গান্ধীনগরে আগামী ১৭ ও ১৮ জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ এ জোটের সদস্য নয়। তবে শীর্ষ সম্মেলনের আয়োজক ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের নয়টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ সেবেন।


দক্ষিণ এশিয়া অঞ্চলে গেস্ট কান্ট্রির মর্যাদা পেয়েছে বাংলাদেশ। সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন।


অর্থমন্ত্রী আজ শনিবার (১৫ জুলাই) সকালে ভারতের উদ্দেশে রওনা করেছেন। বৈঠকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকটে করণীয় বিষয়ে আলোকপাত করবেন তিনি, তুলে ধরবেন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি। পাশাপাশি কয়েকটি দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অংশ নেয়ার কথা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও