কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রিটেনের সব ধরনের ভিসা ফি ফের বাড়ছে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩, ১৬:৩৮

ব্রিটেনের ভিসার জন্য ভিসা ফি ও হেলথ সারচার্জ ২০ শতাংশ বাড়‌ছে। মুদ্রাস্ফী‌তি ও দ্রব্যমূল্যের তীব্র ঊর্ধ্বগ‌তির মুখে সরকারি খাতে ক্রমবর্ধমান বেতন বৃ‌দ্ধির চা‌হিদার জোগান দি‌তেই ভিসা ও সারচার্জ ফি এক মি‌লিয়ন পাউ‌ন্ডের বে‌শি বাড়া‌নো হ‌বে।


ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব‌লে‌ছেন, ব্রিটে‌নের সরকারি খাতে বেতন-ভাতা বাড়া‌নোর ল‌ক্ষ্যে বাড়‌তি অর্থের জোগান দি‌তেই এমন পদ‌ক্ষেপ নেওয়া হয়েছে।


২০১৫ সালের মা‌র্চে যখন হেলথ সারচার্জ ফি নেওয়া শুরু ক‌রে, ব্রিটে‌নে তখন জনপ্রতি ফি ছিল ২০০ পাউন্ড। ২০১৮ সা‌লের ডি‌সেম্বরে এই ফি ৪০০ করা হয়। ২০২০ সালের ডি‌সেম্বরে তা আরেক দফা বে‌ড়ে প্রাপ্তবয়স্ক‌দের জন্য ৬২৪ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশু‌দের জন্য করা হয় ৪৭০ পাউন্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও