অর্থনীতি কতটা চাপে আছে?
মূল্যস্ফীতির কারণে কষ্টে আছে দেশের মানুষ। কতদিন পর এই কষ্ট দূর হবে কেউ জানে না। কারণ চাপে পড়া অর্থনীতি ধীরে ধীরে আরও জটিল হতে পারে। বাংলাদেশ ব্যাংক বলেছে, ডলার সংকট ও উচ্চ মূল্যস্ফীতির কারণে চাপের মধ্যে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। অর্থনীতি সম্পর্কিত একটি ত্রৈমাসিক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে ‘বাংলাদেশ প্রথমবারের মতো ভূ-রাজনৈতিক সংঘাতের চাপে পড়েছে। ভূ-রাজনৈতিক সংঘাতের সঙ্গে সম্পর্কিত এবং পরিস্থিতি রাতারাতি সমাধান হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।’
প্রতিবেদনে আরও বলা হয়, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং আর্থিক খাতের অস্থিতিশীলতার কারণে পণ্যের দাম বৃদ্ধি ও সরবরাহ ব্যাহত হয়েছে, রয়েছে বহিরাগত প্রভাব। এসব কারণে অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলো চাপের মধ্যে রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেড জোনে এসে দাঁড়িয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ বাঁচাতে আমদানি সংকুচিত করেছে। আমদানি সংকুচিত হওয়ায় বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে তৈরি পোশাক খাতে রফতানি ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এখনও আশা জাগিয়ে রেখেছে।