এশিয়ার বিভিন্ন দেশে তুমুল বর্ষণ, বন্যা, মৃত্যু
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩, ১০:৪৩
চলতি মাসে এশিয়ার বিভিন্ন দেশে বর্ষা ঋতু তীব্র আকার ধারণ করায় এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত এক পক্ষকাল ধরে তুমুল বৃষ্টি ভারত, চীন ও জাপানসহ বেশ কয়েকটি দেশে বন্যা ও ভূমিধসের কারণ হয়েছে।
এসব প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশগুলোর লাখ লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।
শুক্রবার রাজধানী সিউলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়া উচ্চ সতর্কাবস্থায় ছিল, এ দিন ফিলিপিন্সের কর্মকর্তারা একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্ক করেন।