You have reached your daily news limit

Please log in to continue


চাপ বাড়বে মনে করে বিএনপি

যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রতিনিধিদলের সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা মনে করেন, তাদের এ সফরের মধ্য দিয়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ বাড়বে। ক্ষমতাসীনদের কথাবার্তায় সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। বিশ্বজনমত এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। তাই সরকার চাইলেও এবার যেনতেন নির্বাচন করতে পারবে না। সরকারের ওপর দেশি-বিদেশি চাপ রাজপথের আন্দোলনে কাজে লাগাতে পারলে তারা পদত্যাগ করতে বাধ্য হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ৩ দিনের সফর শেষে শুক্রবার বাংলাদেশ ত্যাগ করেন। সফরকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার ওপর গুরুত্ব দেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন