চাপ বাড়বে মনে করে বিএনপি
যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রতিনিধিদলের সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা মনে করেন, তাদের এ সফরের মধ্য দিয়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ বাড়বে। ক্ষমতাসীনদের কথাবার্তায় সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন ধরে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। বিশ্বজনমত এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। তাই সরকার চাইলেও এবার যেনতেন নির্বাচন করতে পারবে না। সরকারের ওপর দেশি-বিদেশি চাপ রাজপথের আন্দোলনে কাজে লাগাতে পারলে তারা পদত্যাগ করতে বাধ্য হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ৩ দিনের সফর শেষে শুক্রবার বাংলাদেশ ত্যাগ করেন। সফরকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার ওপর গুরুত্ব দেন তারা।