গ্যালারিতে বসে ছোটন বললেন, মনে কোনো কষ্ট নেই

সমকাল প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩, ১০:৩২

কমলাপুরের সবুজ টার্ফ আগের মতোই আছে। লাল-সবুজের জার্সি গায়ে সাবিনা খাতুনরা মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। গ্যালারিতে দর্শকরা ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে মুখরিত। সবকিছুর মধ্যে একটা হাহাকার ছিল সবার মধ্যে। বাংলাদেশের ডাগআউটে যাঁর চিৎকারের আওয়াজ সবাই শুনত, বৃহস্পতিবার সেই গোলাম রব্বানী ছোটন গ্যালারিতে দর্শকসারিতে।


অভিমানে বাফুফের চাকরি ছেড়ে দেওয়া ছোটনকে কাছে পেয়ে কেউ সেলফি তুলছেন, কেউ বা জোরে জোরে বলছেন ‘স্যার’কে চাই। এত কিছুর মধ্যেও ছোটন আছেন আগের মতোই স্বাভাবিক। তাঁর সামনে মেয়েরা খেললেও কোচ হিসেবে কোনো অতৃপ্তি নেই বলে জানান। ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলা মেয়েদের পারফরম্যান্সে ঘাটতি চোখে পড়লেও কৃষ্ণা রানী-মনিকা চাকমাদের পারফরম্যান্সে খুশি। ১৪ বছর পর মেয়েদের ম্যাচে প্রথমবার ডাগআউটের বাইরে থাকাসহ নানা বিষয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন ছোটন।সমকাল : এই কমলাপুর স্টেডিয়ামে মেয়েদের ম্যাচের দিন আপনি থাকতেন ডাগআউটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও