You have reached your daily news limit

Please log in to continue


আসছে পুরোনো দিনের তিন ছবির রিমেক

বলিউডের ক্লাট ছবি ‘গদর : এক প্রেম কথা’র সিক্যুয়েল নিয়ে আসছেন সানি দেওল। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে ছবিটি। সামনে আসছে আরও কয়েকটি ছবির সিক্যুয়েল। তালিকায় রয়েছে ‘ও মাই গড ২’, ‘হাউসফুল ৫’, ‘হেরা ফেরি ৩’। এর মধ্যেই সামনে এলো কিছু পুরোনো দিনের ছবি রিমেকের খবর।

বলিউডের ক্লাট ছবি ‘মিলি’, ‘কোশিস’ ও‘ বাওরচি’র রিমেক আসবে। এনসি সিপ্পি প্রযোজিত ‘কোশিস’ ছবিটি পরিচালনা করেছিলেন গুলজার। ১৯৬১ সালের ছবি ‘হ্যাপিনেস অব আস অ্যালোন’ অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার এবং জয়া বচ্চন। সঞ্জীব এই ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। অন্যদিকে হৃষিকেশ মুখোপাধ্যায় ‘বাওরচি’ ছবিটি তৈরি করেন তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’ ছবি অবলম্বনে। এই ছবিতেও অভিনয় করেছিলেন জয়া। আর তার সঙ্গে ছিলেন রাজেশ খান্না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন