You have reached your daily news limit

Please log in to continue


সুইডিশ ভাষায় এক লাখ কপি কোরআন বিতরণ করবে কুয়েত

সুইডিশ ভাষায় এক লাখ কপি কোরআন বিতরণের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ গত সোমবার (১০ জুলাই) কোরআন মুদ্রণ ও প্রকাশনা বিভাগকে এ কাজের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি সুইডেনে মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে এই ঘোষণা দিয়েছে দেশটি।

মানুষের মধ্যে ইসলামি মূল্যবোধ ও পারস্পরিক সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় দেশটির বার্তা সংস্থা কেএনএ। দেশটির কোরআন মুদ্রণ ও প্রকাশনা কর্তৃপক্ষের প্রধান ড. ফাহাদ আল-দাইহানি সুইডিশ ভাষায় কোরআনের অনুবাদ ছাপানোর কাজ চলছে জানিয়ে বলেন, কুয়েতের ওয়াক্‌ফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রক্রিয়ায় পবিত্র কোরআনের কপিগুলো সুইডেনে বিতরণ করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন