টুইটারের মুখে স্ক্রিনসেভার, ভেতরে আতঙ্ক থ্রেডস নিয়ে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ২০:৪৯
থ্রেডসের আগমনে লোকজনের টুইটার ব্যবহারে ভাটা পড়েছে এমন সংবাদকে দূরে ঠেলে দিয়ে বরং উল্টোটাই দাবি করছেন টুইটার সিইও লিন্ডা ইয়াকারিনো।
তবে, চেহারার ওপর ‘স্ত্রিনসেভার’ ঝুলালেও, এক সপ্তাহেরও কম সময়ে থ্রেডস ১০ কোটি গ্রাহক অর্জন করার উদ্বেগ টের পাওয়া গেছে টুইটারের কর্মকাণ্ডে।
থ্রেডস কে টুইটার যে ‘থ্রেট’ হিসাবে দেখছে তার উদাহরণ উঠে এসেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে। সাইটটি বলেছে, টুইটারে থ্রেডস ডটনেট বিষয়ে কিছু সার্চ করলে কোনো ফলাফল দেখাচ্ছে না প্ল্যাটফর্মটি।
এর ফলে, টুইটারে থ্রেডস নিয়ে আলাপ বা একে অন্যকে থ্রেডসে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে উঠেছে।