বিকাশ অ্যাপে মাসিক সঞ্চয় সেবা নিয়েছেন তিন লক্ষাধিক নারী
ঢাকা: ব্যাংকে না গিয়ে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ঘরে বসে মুহূর্তেই বিকাশ অ্যাপ থেকে ব্যাংকের মাসিক সঞ্চয় সেবা নেওয়ার সুযোগ থাকায় নারীদের মধ্যে বাড়ছে সঞ্চয় প্রবণতা। কয়েক মুহূর্তেই বিকাশ অ্যাপ থেকে পছন্দমতো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় সেবা খোলা, মাসিক কিস্তি জমা দেওয়াসহ সবকিছু হাতের মুঠোয় থাকায় সব শ্রেণির গ্রাহকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এ সেবা।
বিশেষ করে নারীদের জন্য তৈরি করেছে বাড়তি সুবিধা। ফলে ডিজিটাল এ সুবিধা নিয়ে এখন পর্যন্ত ৩ লাখের বেশি নারী বিকাশের মাধ্যমে ৪টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন মেয়াদের সঞ্চয় সেবা গ্রহণ করেছেন, নিশ্চিত করছেন তার এবং পরিবারের আর্থিক নিরাপত্তা। ৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত ছোট অঙ্কের এসব সঞ্চয় স্কিম সহজেই নারীরা গ্রহণ করতে পারছেন, যা তাদের আর্থিক ব্যবস্থাপনাকে সহজ করছে, বাড়াচ্ছে আর্থিক কার্যক্রমে তাদের অংশগ্রহণ।