বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে দুধকুমার

বণিক বার্তা কুড়িগ্রাম প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ১৩:৩১

কুড়িগ্রামে দুধকুমারের পানি বৃদ্ধি পেয়ে পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি সামান্য বৃদ্ধি পেলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


পানি বৃদ্ধির ফলে জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ঢুকে পড়ছে বন্যার পানি। প্লাবিত হচ্ছে নতুন জেগে ওঠা কয়েকটি চরসহ নিচু এলাকার কাঁচা সড়ক। তবে এখন পর্যন্ত পানিবন্দির সংখ্যা জানাতে পারেনি জেলা প্রশাসন।


কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুসার চরের বাসিন্দা মতিয়ার রহমান জানান, গত চারদিন ধরে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। চরের কিছু ঘর-বাড়িতে পানি প্রবেশ করেছে।


পানি আরো বৃদ্ধ পেলে সব চরাঞ্চলের ঘর-বাড়ি প্লাবিত হয়ে পড়বে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও