৩ ভারতীয় জাহাজ ভিড়েছে চিলমারী বন্দরে
ভারতের কলকাতা থেকে ছেড়ে আসা গ্যাসের পাইপবাহী তিনটি নৌযান কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরে নোঙর করেছে। বুধবার (১২ জুলাই) বিকেলে চিলমারীর রমনা ঘাটের রাজারভিটা গ্রামে বন্দরের ছাড়পত্র নেয়ার জন্য নৌযান ৩টি নোঙর করা হয়।
কাস্টমস অফিস সূত্রে জানা যায়, জাহাজ তিনটি কলকাতা থেকে আসামের উদ্দেশ্যে তেল ও গ্যাসের পাইপ নিয়ে যাচ্ছিলো। চিলমারী বন্দর ব্যবহার করায় ছাড়পত্র নেয়ার জন্য বিকেলে নৌযান ৩টি নোঙর করে। এরপর সন্ধায় নৌযানগুলো ছাড়পত্র পায়। আগামীকাল শুক্রবার দুপুরের পর আসামের উদ্দ্যেশে যাত্রা করবে নৌযান ৩টি।
নাব্যতা সংকটে চিলমারী বন্দরে বড় নৌযানগুলো নোঙর করা কষ্টসাধ্য হলেও ব্রহ্মপুত্রের পানি বাড়ার কারণে সেটি সহজলভ্য হয়েছে। ভারতের নৌযান নোঙর করায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা গেছে। অনেকে এক নজর দেখার জন্য বুধবার সন্ধা থেকেই সেখানে ভীড় করছেন ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নৌবন্দর
- ভারতীয় জাহাজ