কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্ত্রী হিলির ব্যাট দিয়েই খেলছেন স্টার্ক

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ০৯:৩৩

স্ত্রীর ব্যাট দিয়ে টেস্ট খেলা—এমন সৌভাগ্য কজন পুরুষেরই–বা হয়! মিচেল স্টার্কের সেটি হয়েছে এবং সেটি বেশ কিছুদিন ধরেই।


ক্রিকেটে অন্যতম আলোচিত যুগল মিচেল স্টার্ক ও অ্যালিসা হিলি। এ মুহূর্তে দুজনই আছেন ইংল্যান্ডে। অস্ট্রেলিয়া পুরুষ দলের হয়ে অ্যাশেজ সিরিজে খেলছেন স্টার্ক, নারীদের অ্যাশেজে তো অস্ট্রেলিয়াকে নেতৃত্বই দিচ্ছেন তাঁর স্ত্রী হিলি। এ অ্যাশেজেও স্টার্কের কাছে আছে হিলির একটি ব্যাট।


ব্যাটটি দিয়ে সাত মাস ধরেই টেস্ট খেলছেন স্টার্ক, এমনটি নিজেই জানিয়েছেন অস্ট্রেলিয়া পেসার। কেন হিলির ব্যাট বেছে নিয়েছেন, সে ব্যাখ্যাও দিয়ে এ বাঁহাতি বোলার বলেছেন, ‘এটা একটু হালকা।’


আগে যে ব্যাটটি ব্যবহার করছিলেন, সেটি একটু ভারী ছিল। কেন হালকা ব্যাটের প্রয়োজন পড়ল, স্টার্ক তাঁর ব্যাখ্যায় বলেছেন, ‘(দক্ষিণ আফ্রিকার) আনরিখ নর্কিয়া গ্রীষ্মজুড়েই বেশ দ্রুতগতিতে বোলিং করছিল। ফলে হালকা একটি ব্যাট ব্যবহার করেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও