কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বদলে যাচ্ছে মহাসাগরের রং

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ০৯:০২

ধীরে ধীরে বদলে যাচ্ছে মহাসাগরের রং। বিশেষত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে মহাসাগরের বড় একটি অংশ হালকা সবুজাভ হতে শুরু করেছে। গত দুই দশকজুড়ে এই প্রবণতা বিশেষজ্ঞদের চোখে পড়েছে। তাঁরা বলছেন, জলবায়ু পরিবর্তন মহাসাগরের রং বদলে যাওয়ার অন্যতম কারণ।


গতকাল বুধবার এ–সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে মহাসাগরের যে সম্মিলিত আয়তন তার অর্ধেকেরও বেশিজুড়ে রং পরিবর্তনের এই প্রবণতা খেয়াল করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এর মোট আয়তন পৃথিবীর সম্মিলিত স্থলভাগের চেয়ে বেশি।


বিশেষজ্ঞরা বলছেন, মহাসাগরের রং বদলে যাওয়ার প্রবণতা বাস্তুতন্ত্রের জন্য হুমকি। এটা বাস্তুতন্ত্রের প্রক্রিয়াকে বদলে দিতে পারে। বিশেষত প্রাকৃতিকভাবে সামুদ্রিক খাদ্য উৎপাদনের কেন্দ্রে থাকা ছোট ছোট উদ্ভিদের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও