You have reached your daily news limit

Please log in to continue


আলোকিত পায়েল

অভিনয় নিয়ে কোনো স্বপ্নই ছিল না তাঁর। সেই অভিনয়েই নিজের অবস্থান পোক্ত করেছেন। ইউটিউব ট্রেন্ডিংয়ে বারবার আসছে টোল পরা গালে হাসি ছড়ানো মেয়েটির নাম। হ্যাঁ, বলছি অভিনেত্রী ও মডেল কেয়া পায়েলের কথা। এ সময়ের জনপ্রিয় সব অভিনেতার বিপরীতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। তাঁর অনবদ্য অভিনয়ে দর্শক মুগ্ধ। এই মুগ্ধতার ধারাবাহিকতা ধরে রেখেছেন গেল ঈদেও।

কেয়া পায়েলের ফেসবুকে ঢুঁ মারলেই এখন চোখে পড়ে ঈদ নাটকের কিছু ছবি-ভিডিও; যা তাঁকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে। রাকেশ বসুর ‘ডানপিটে’, মহিদুল মহিমের ‘কপি পেস্ট’, জাকারিয়া সৌখিনের ‘গুডবয়’, অনন্য ইমনের ‘দূর থেকে দূরে’, ‘উড়াল পাখি’, রাফাত মজুমদার রিকুর ‘কাটুস কুটুস কুরবানী’, ‘বন্ধন’, মাহমুদুর রহমান হিমির ‘পথে হলো দেখা’, মেহেদি হাসান হৃদয়ের ‘নিউলি ম্যারিড’, এস আর মজুমদারের ‘হৃদয় আকাশে’ নাটকগুলো আলোচিত হয়েছে। ভিউয়ের দৌড়ে সমসাময়িকদের তুলনায় এগিয়ে আছেন কেয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন