দুই দলেরই ‘এক দফা’; দিচ্ছে কোন বার্তা?
সংসদ নির্বাচনের কয়েক মাস আগে যখন ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দলের পাশাপাশি যুক্তরােষ্ট্রর কূটনীতিকরাও বাংলাদেশে, তখন নিজেদের শক্তিমত্তার জানান দিতে ঢাকায় পাল্টাপাল্টি সমাবেশ করল আওয়ামী লীগ ও বিএনপি।
সেই সমাবেশে নির্বাচনকালীন সরকার নিয়ে নিজ নিজ অবস্থানেই থাকল দুই দল, যা নিয়ে মতপার্থক্য এক যুগ ধরেই চলছে। উল্টো সমাবেশে দুই দলই ‘এক দফা’র ঘোষণা দিয়েছে।
বিএনপি বলেছে, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর আওয়ামী লীগ বলেছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন হবে।
তাদের ঘোষণায় রাজনৈতিক সমঝোতার পরিবর্তে যার যার অনড় অবস্থানে থাকারই আঁচ পাওয়া গেল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংঘাত এড়াতে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে দুই পক্ষকেই।
ভোটের আরও কয়েক মাস বাকি থাকতে প্রকাশ্য সমাবেশের ঘোষণায় উত্তাপ ছড়ালেও অপ্রকাশ্যে দুই পক্ষের রফা হতে পারে বলেও আশা করছেন তাদের কেউ কেউ।
২০১১ সালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ার পর থেকে দেশের রাজনীতিতে বিরোধ চলছে নির্বাচনকালীন সরকার নিয়ে।