কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নবজাতকের চোখ দিয়ে কি পানি পড়ে?

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ০৮:০৩

ছোট্ট শিশু। কয়েক দিন মাত্র বয়স। মা লক্ষ করলেন নবজাতকের এক বা দুই চোখের কোণেই ময়লা জমছে। সেই সঙ্গে অল্প অল্প করে পানিও আসছে। কিছু কিছু ক্ষেত্রে চোখের পাতা আঠার মতো লেগে থাকছে, শিশুটি চোখ খুলতে পারছে না। এমনটি কেন হয়?


আমাদের দুই চোখ ও নাকের মাঝখানে একটা সুড়ঙ্গপথের (ন্যাসো-ল্যাক্রিমাল ডাক্ট) মতো আছে। এই পথ দিয়ে চোখ থেকে পানি বা ময়লামিশ্রিত পানি নাকে চলে যায়। এই সুড়ঙ্গপথের এক প্রান্তে একটা দরজার মতো থাকে। জন্মের পরপরই অনেক নবজাতকের এই দরজা বন্ধ থাকে। সে কারণে এই সুড়ঙ্গপথ দিয়ে চোখের পানি নিষ্কাশন হতে পারে না। ফলে সেই পানি উপচে বাইরে চলে আসে, চোখ দিয়ে পানি পড়ে। কখনো ইনফেকশন হলে নবজাতকের দুই চোখের কোণে হলুদ বা ঘোলাটে ময়লামিশ্রিত পানি জমে থাকে।


এ ক্ষেত্রে চিন্তিত না হয়ে একজন চক্ষুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। নাক ও চোখের কোনার জন্য তিনি মালিশ শিখিয়ে দেবেন। এটা রোজ করলে উপকার মিলবে। সেই সঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ওষুধ লাগবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করলে এবং মালিশটি মনোযোগ দিয়ে নিয়মিত করলে কিছুদিনের মধ্যে নবজাতকের এই রোগ সেরে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও