স্মার্ট টিপস

সমকাল প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ০৬:০০

বাড়তি মেগাবাইট খরচ বন্ধ


স্মার্টফোন ছাড়া জীবন অচল, যা সব কাজের নিত্যসঙ্গী। স্মার্টফোনের সহজ কিছু ফিচার আছে, যা জানা থাকলে এগিয়ে থাকবেন। জেনে নেওয়া যাক কিছু টিপস। ইন্টারনেট ডাটা দ্রুতই শেষ হয়ে যায়। স্মার্টফোনের অ্যাপগুলো ডাটা ব্যবহার করে। ফলে দরকারি কাজের জন্য মেগাবাইট থাকে না। ইন্টারনেট ডাটা সেভ করতে সেটিংস> ডাটা ইউজ> রেসট্রিক্ট ব্র্যাকগ্রাউন্ড ডাটা অপশনে গিয়ে ‘সেট মোবাইল ডাটা লিমিট’ অন করে নিতে হবে। নম্বর ব্লক অ্যাপ ব্যবহার না করেই নম্বরকে ব্লক করতে পারবেন খুব সহজে। সে জন্য সেটিংসে গিয়ে কল সেটিংস থেকে কল রিজেকশন> অটো রিজেক্ট মোড থেকে অটো রিজেক্ট নম্বরসি থেকে অটো রিজেক্ট লিস্ট সিলেক্ট করলেই নম্বর ব্লক হয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও