কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আগুনে হারিয়ে গেল তিন বোন

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম সিটি করপোরেশন প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩, ০০:৪০

পাথরঘাটার সেবক কলোনির বাসায় চার মেয়ে নিয়ে ভালোই চলছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী মিঠুন-আরতি দম্পতির সংসার। গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে ১৯ দিনের মধ্যে তিন মেয়ের মৃত্যুতে তাদের সাজানো সংসার তছনছ হয়ে গেল।


নগরীর পাথরঘাটা বান্ডেল রোডের সেবক কলোনিতে থাকতেন পরিচ্ছন্ন কর্মী মিঠুন দাস ও আরতি দাস। গত ২০ জুন সকালে রান্নার চুলার গ্যাসের আগুনে দগ্ধ হয় এ দম্পতির চার মেয়ে।


চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে দুই মেয়ের মৃত্যুর পর বুধবার সকালে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে মারা যান তৃতীয় মেয়ে ছয় বছর বয়েসী হ্যাপি দাশ।


আরতি ও মিঠুন তাদের সন্তানের লাশ নিয়ে বুধবার রাতে ঢাকা থেকে ফিরেছেন চট্টগ্রামে।


মর্মস্পর্শী এ ঘটনায় নগরীর পাথরঘাটা বান্ডেল রোডের সেবক কলোনিতে বিষাদের ছায়া নেমে এসেছে।


চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী এবং সেবক কলোনির বাসিন্দা মো. সালাউদ্দিন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ২০ জুন সকালে আরতি ও মিঠুন দুইজনই কাজে বেরিয়েছিলেন। এসময় তাদের চার মেয়েই ঘরে ছিল। বড় তিনজনকে তারা বলে গিয়েছিলেন, তিন বছর বয়সী মেয়ে সুইটিকে দুধ খাওয়াতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও