এশিয়া কাপ: ডাম্বুলায় ভারত-পাকিস্তান ম্যাচ?
হাইব্রিড মডেলে হবে এবারের এশিয়া কাপ। বিসিসিআই সেক্রেটারি ও এসিসির সভাপতি জয় শাহ এবং পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন। হাইব্রিড মডেল অনুযায়ী, পাকিস্তানে অনুষ্ঠিত হবে আসরের প্রথম চারটি ম্যাচ। বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। এর মধ্যে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচও আছে।
ওই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে শ্রীলঙ্কার ডাম্বুলায়। বিসিসিআই-এর সূত্র জানিয়েছে, ২০১০ আসরের মতো পাকিস্তানের বিপক্ষে ভারত ডাম্বুলায় মুখোমুখি হতে পারে। পাকিস্তানে অনুষ্ঠেয় ম্যাচ চারটি লাহোরে হওয়ার কথাও জানানো হয়েছে। পাকিস্তান ঘরের মাঠে চার ম্যাচের মধ্যে খেলবে মাত্র একটি। সেটাও নেপালের বিপক্ষে। পাকিস্তানে বাকি তিন ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান, বাংলাদেশ-শ্রীলঙ্কা ও আফগানিস্তান-শ্রীলঙ্কা। এশিয়া কাপের জন্য ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত স্লট রাখা হয়েছে।