কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাগরদিঘির বিশ্বাস রইল তৃণমূলেই, উপনির্বাচনে ওঠা ঢেউ কেন মিলিয়ে গেল পঞ্চায়েত নির্বাচনে?

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১৬:২৮

বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়ে সাগরদিঘিতে জয়ী বাইরন বিশ্বাস আগেই তৃণমূলে যোগ দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে সাগরদিঘির বিশ্বাসও গেল তৃণমূলের পক্ষেই। মার্চ আর জুলাইয়ের মধ্যে আকাশপাতাল ফারাক। মার্চে উপনির্বাচনের ফলাফলে দেখা গিয়েছিল, তৃণমূলকে ২৩ হাজার ভোটে হারিয়ে দিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। আর জুলাই মাসে সেই সাগরদিঘিরই পঞ্চায়েত নির্বাচন বলছে, তৃণমূলই প্রধান শক্তি।


কয়েক মাস আগে সাগরদিঘির জলে তরঙ্গ তোলা কংগ্রেস বা সিপিএম তুলনায় দুর্বল। বিরোধী জোট একটি মাত্র পঞ্চায়েত দখল করার শক্তি পেতে পারে। বাইরন বলছে, এর সব কৃতিত্ব তাঁরই! তাঁর পুরোন দল কংগ্রেস বলছে, ভোটই হয়নি তো তার ফল! সাগরদিঘির ১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে শুধু পাটকেলডাঙা বাম-কংগ্রেসের হাতে থাকার সম্ভাবনা। অন্য দিকে মোড়গ্রাম, সাগরদিঘি সহ আরও দু’টি গ্রাম পঞ্চায়েত একক ভাবে জিতেছে তৃণমূল। বাণেশ্বর, বোখরা-১, বোখরা-২, বালিয়া, কাবিলপুর ও গোবর্ধন গ্রাম পঞ্চায়েত আপাতত ত্রিশঙ্কু। মোট আসনের বিচারে সাগরদিঘি ব্লকের ২৭১টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ১০৯টি জিতেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও