শত শত ভূমিকম্পের পর আইসল্যান্ডে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু

ঢাকা পোষ্ট আইসল্যান্ড প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১৪:৪০

গত কয়েক সপ্তাহ ধরে ছোট-বড় শত শত ভূমিকম্পে কেঁপেছে ইউরোপের দেশ আইসল্যান্ড। আর এসব ভূমিকম্পের পর দেশটির রাজধানী রেইকিয়াভিকের দক্ষিণের আগ্নেয়গিরিতে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। ভূমিকম্প আঘাত হানার পর সেখানকার বিস্তৃত লাভাক্ষেত্র ফেটে বের হচ্ছে লাভা।


আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) জানিয়েছে, সোমবার (১০ জুলাই) রেইকিয়াভিক উপদ্বীপে ছোট উদগীরণ শুরু হয়। তবে এতে কোনো ছাই নির্গত হয়নি। এছাড়া কেফিয়াভিক বিমানবন্দরে বিমান চলাচলেও কোনো সমস্যা সৃষ্টি হয়নি।


দেশটির আবহাওয়া অফিস আরও জানিয়েছে, লিটলি ত্রুতুর পাহাড়ের ঢালে সাড়ে ৬০০ ফুট লম্বা ফাটল দেখা দিয়েছে এবং সেখান থেকেই কয়েকটি ধারা দিয়ে লাভা নেমে আসছে।


কয়েকশ ভূমিকম্প আঘাত হানার পরই বিজ্ঞানীরা সতর্কতা দিয়েছিলেন, আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও