জোর কদমে ফাইভজি ফোনে ফিরছে হুয়াওয়ে
বণিক বার্তা
প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১২:৪৫
বছরের শেষ নাগাদ ফাইভজি স্মার্টফোন প্রযুক্তিতে ফিরে আসার পরিকল্পনা করছে চীনের হুয়াওয়ে টেকনোলজিস। তিনটি গবেষণা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানায়, সরঞ্জাম বিক্রয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন এ উদ্যোগ।
প্রতিবেদনে বলা হয়, আভ্যন্তরীণভাবে ফাইভজি চিপ সংগ্রহ করবে হুয়াওয়ে। এ ক্ষেত্রে সহায় হয়েছে দেশীয় প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কোম্পানি (এসএমআইসি)।
ফাইভজি ফোনের বাজারে ফিরে আসা কোম্পানিটির জন্য বড় বিজয়। কারণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর প্রায় তিন বছর ধরে কোনোভাবে টিকে আছে হুয়াওয়ে। ২০২০ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ছয় হাজার ৭০০ কোটি ডলার। শীর্ষ এই অবস্থান থেকে পরের বছর আয় প্রায় ৫০ শতাংশ কমে যায়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- ফাইভজি
- হুয়াওয়ে