কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌম্য-ইয়াসিরদের নিয়েই বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প

আরটিভি প্রকাশিত: ১২ জুলাই ২০২৩, ১১:৩৭

দীর্ঘ দিন ধরেই বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম বন্ধ ছিল। তবে লম্বা বিরতি শেষে জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ছায়াদল’-এর এই ক্যাম্প।


বাংলাদেশ টাইগার্সের সূত্র জানিয়েছে, চট্টগ্রামের সাগরিকায় এই ক্যাম্পের প্রথম পর্ব শুরু হবে। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্রুতই নেমে পড়বেন। এজন্য মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রামে সেখানে গেছেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকা ক্রিকেটার ও কোচিং স্টাফরা।


জানা গেছে, এবারের ক্যাম্পের মোট ২২ ক্রিকেটার ডাক পেয়েছেন। এর মধ্যে ১১ ব্যাটারের সঙ্গে ৮ পেসার এবং ৩ স্পিনার রয়েছেন। তবে ইমার্জিং এশিয়া কাপের কারণে অনেকেই সেখানে যোগ দিতে পারছেন না। এই মুহূর্তে শ্রীলঙ্কায় আছেন সৌম্য সরকার, সাইফ হাসান, শেখ মেহেদী হাসানরা। এই টুর্নামেন্ট শেষেই ক্যাম্পে যোগ দেবেন তারা। তাই আপাতত তাদের ছাড়াই ক্যাম্প শুরু হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও