র্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে চোখ বাংলাদেশের
নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা। হকি স্টেডিয়ামের ভেতরে সাজসাজ রব। মঙ্গলবার নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় পর্বে হকিকে নিয়ে নিজের স্বপ্নের কথা বলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এবং ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। প্রায় ঘণ্টাখানেক আলোচনার পর হকির নীল টার্ফে নেমে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সামনের প্রতিযোগিতাগুলোতে ভালো খেলার জন্য রাসেল মাহমুদ জিমিদের উৎসাহ দেন হকি ফেডারেশনের সভাপতি। এর পর তাঁর স্বপ্নের কথাগুলো সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন সাধারণ সম্পাদক একেএম মুমিনুল হক সাঈদ।
নতুন কমিটির সদস্যরা কোরিয়ান কোচ ইয়াং কু কিমকে ঘিরেই হকিতে স্বপ্ন দেখছেন। ‘আমাদের একটি বিশদ পরিকল্পনা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, একজন ভালো শিক্ষক তৈরি করতে পারে একজন ভালো ছাত্র। সেজন্য আমরা যাকে নিয়েছি, তাঁর সঙ্গে এশিয়ান গেমস পর্যন্ত চুক্তি করেছি। আমার বিশ্বাস, তাঁর মাধ্যমে যে জিনিসটি চাচ্ছি, যদি সেই জিনিসটি পেয়ে যাই, তাহলে তাঁকে স্থায়ীভাবে রাখব আমরা’–বলেন সাঈদ।