ঘরের ভোলবদল করতে দেওয়ালেই হোক কারসাজি
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১৯:১৭
বাড়িতে ঢুকে প্রথমেই নজর পড়ে দেওয়ালের দিকে। দেওয়ারলের রং, সাজের উপর নির্ভর করে ঘরের শোভা। দামি দামি আসবাবপত্র, কার্পেট, বৈদ্যুতিন সরঞ্জাম— সবই ফিকে হয়ে যায় দেওয়ালের কারুকাজ ঠিক না হলে।
ঘরকে নজরকাড়া করতে হলে দেওয়ালের রং বাছাই থেকে দেওয়াল সাজানোর প্রতিটি খুঁটিনাটি বিষয়ে খুব মন দিয়ে পরিকল্পনা করতে হবে। ঘরের সাজে বৈচিত্র আনতে দেওয়ালের সাজসজ্জাও ভীষণ জরুরি। প্রতিটি ঘরের দেওয়ালের সাজের মধ্যে সামঞ্জস্য রাখাও জরুরি। কী ভাবে দেওয়ালে কারসাজি করে ঘরের ভোল বদলে দিতে পারেন, রইল হদিস।
- ট্যাগ:
- লাইফ
- ঘরের সাজ
- ঘরের সাজসজ্জা