বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতো পাস্তা বাস্তা
শর্মা হাউজ বা বিভিন্ন রেস্টুরেন্টের মতো মজাদার পাস্তা বাস্তা কিন্তু খুব সহজে বাসায় বানিয়ে ফেলা যায়। বাচ্চাদের জন্য বাসায় বানিয়ে পরিবেশন করতে পারেন রেস্টুরেন্টের এই মজার পদ। জেনে নিন কীভাবে বানাবেন।
প্যানে দেড় টেবিল চামচ মাখন গলিয়ে ১ চা চামচ আদা বাটা ও ১ চা চামচ রসুন বাটা ভেজে নিন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে ১ কাপ মুরগির মাংসের কিমা, স্বাদ মতো লবণ, ১/৪ চা চামচ গোলরিচের গুঁড়া, ১ চা চামচ সয়া সস ও আধা কাপ মাশরুম দিয়ে নাড়তে থাকুন। চুলার আঁচ মিডিয়াম থাকবে। কিমা সেদ্ধ হয়ে গেলে ১/৪ কাপ লম্বা করে কাটা সবুজ ক্যাপসিকাম দিয়ে নেড়েচেড়ে সবকিছু উঠিয়ে নিন প্যান থেকে।
প্যানে ১ টেবিল চামচ মাখন গলিয়ে ১ টেবিল চামচ রসুন কুচি ভেজে নিন। রসুন বাদামি হয়ে আসলে দিয়ে দিন ১ টেবিল চামচ ময়দা। ২ থেকে ৩ মিনিট নাড়ুন ভালো করে। ১ কাপ তরল দুধ দিয়ে দিন। স্বাদ মতো লবণ, ১/৪ চা চামচ গোলমরিচের গুঁড়া, ১/৪ চা চামচ অরিগ্যানো দিয়ে নাড়ুন। বলক চলে আসলে আধা কাপ পাস্তা ও ভেজে রাখা মুরগির মাংসের মিশ্রণ দিয়ে দিন। দুই থেকে তিন মিনিট নাড়ার পর ২ টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিন। নেড়েচেড়ে নামিয়ে নিন।
এবার বেক করার পালা। এজন্য একটি হিট প্রুফ বাটিতে এক লেয়ার পাস্তা নিয়ে উপরে ছিটিয়ে দিন মোজারেলা চিজের কুচি। উপরে আরেক লেয়ারের পাস্তা দিন। এরপর আবার চিজ দিন। এভাবে কয়েক লেয়ার করে নিন। সবার শেষ লেয়ারে চিজ দেবেন। বাটিটি ওভেনে ঢুকিয়ে দিন। ১৭৫ ডিগ্রি সেলসিয়াস বা ৩৫০ ডিগ্রি ফারেনহাইট তাপে ১৬ থেকে ১৭ মিনিট বেক করুন। উপরে বাদামি রঙ চলে আসলে বের করে পরিবেশন করুন গরম গরম।
- ট্যাগ:
- লাইফ
- পাস্তা রেসিপি