কৃষি ব্যাংকের ১৭০ জিবি গুরুত্বপূর্ণ তথ্য চুরির দাবি ব্ল্যাকক্যাট হ্যাকার্সের

ডেইলি স্টার প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১২:১৩

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাইবার হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত র‌্যানসামওয়্যার গ্রুপ এএলপিএইচভি, যা ব্ল্যাকক্যাট নামেও পরিচিত।


গত ৭ জুলাই এএলপিএইচভির এক পোস্টে বলা হয়, হ্যাকাররা সফলভাবে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে এবং এর কার্যক্রম অচল করে দিয়েছে।


এএলপিএইচভি, যা এএলপিএইচভি-এনজি, ব্ল্যাকক্যাট এবং নোবেরাস নামেও পরিচিত। এটি একটি র‌্যানসমওয়্যার-এ-এ-সার্ভিস (আরএএস) গ্রুপ যা ২০২১ সালের নভেম্বরে আবির্ভূত হয়।


এই হ্যাকার গ্রুপটি বিশ্বব্যাপী বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করার জন্য ট্রিপল-চাঁদাবাজি কৌশল ব্যবহার করে।


এএলপিএইচভি পোস্ট অনুযায়ী, ২০২৩ সালের ২১ জুন এএলপিএইচভি বাংলাদেশ কৃষি ব্যাংকের নেটওয়ার্কে অনুপ্রবেশ করে ১৭০ গিগাবাইটেরও বেশি গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে। ১২ দিন ধরে তাদের এই কার্যক্রম কেউ শনাক্ত করতে পারেনি। ফলে তারা অভ্যন্তরীণ ডকুমেন্টেশন যাচাইবাছাই করে এবং দায়মুক্তির সঙ্গে মূল্যবান ডেটা চুরি করার জন্য পর্যাপ্ত সময় পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও