লাইক দেওয়ায় কৃষককে ৫০ লাখ টাকা জরিমানা!
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ১২:১৪
চ্যাটে কোনো কথাকে সমর্থন দিতে কিংবা প্রয়োজনে-অপ্রয়োজনে অনেকই লাইক বা থাম্বস আপ দিয়ে থাকেন। এই ইমোজি দেওয়ার জন্য যদি লাখ টাকা জরিমানা হয়? তেমন ঘটনাই ঘটেছে।
সম্প্রতি লাইক ইমোজি পাঠিয়ে ৫০ লাখ টাকা (৬১,৬১০ ডলার) জরিমানা দিয়েছেন কানাডার সাসকাচোয়ানে বসবাসকারী এক কৃষক।
ইন্ডিয়া টাইমস জানিয়েছে, ২০২১ সালের মার্চে এক শস্য ক্রেতা ৮৬ টন ফ্লেক্স কেনার জন্য বিজ্ঞাপন দেন। এরপর কেন্ট মিকলবোরো নামের একজন ক্রেতা, স্থানীয় কৃষক ক্রিস ইক্টরকে নভেম্বরে ফ্লেক্স সরবরাহের বরাত দিয়ে অনলাইন মাধ্যমে একটি চুক্তির ছবি পাঠান। যেখানে চুক্তিটি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর বিপরীতে কৃষক একটি লাইক বা থাম্বস আপ ইমোজির মাধ্যমে উত্তর দেন। এরপরেই বাঁধে বিপত্তি!